স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় গতকাল জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও বিদ্যুৎ বিভাগ সহায়তা করে।
এ সময় একটি ফুড কার্টে (ভ্রাম্যমাণ খাবারের দোকান) মেইন লাইন থেকে সরাসরি নেওয়া অবৈধ বিদ্যুৎ সংযোগের প্রমাণ মেলে। (এমন সংযোগে বিদ্যুৎ বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ থাকার সম্ভাবনা প্রচুর)। পরে সংযোগটি তাৎক্ষণিক বিচ্ছিন্ন করা হয়।
শহরে এমন আরও অনেক ফুড কার্ট রয়েছে, যেগুলোতে বৈদ্যুতিক আলো ব্যবহৃত হয়। বড় কোনো দুর্ঘটনার আগেই এসব সংযোগ বৈধ ও নিরাপদ কি না, তা খতিয়ে দেখা জরুরি।
আশা করছি, সংশ্লিষ্টরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।
দ.ক.সিআর.২৫