বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ট্রেনে কাটা পড়ে ছেরাগ আলী (৭০) নামরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টায় ঢাকা-সিলেট রেল লাইনের বাহুবল উপজলোর মিরপুর ইউনয়িনরে কালুটুলা গ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে
নিহত ব্যক্তি উপজেলার কালুটুলা গ্রামের মৃত ওয়াব উল্লার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য দরবশে আলী বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, ছেরাগ আলী বৃষ্টির সময় মাছ ধরার জন্য বাড়ির পাশে রেল লাইন দিয়ে হেঁটে একটি ডুবায় যাচ্ছিলেন। এমন সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি শ্রবণ প্রতিবন্ধী ছিলেন বলে জানা যায়।
শায়স্তোগঞ্জ রেলওয়ে পুলিশকে জানানো হয়ছে বলে জানান ইউপি সদস্য।
দ.ক.সিআর২৫