কালনেত্র ডেস্ক: গোপালগঞ্জে বুধবার রাত ৮টা থেকে কারফিউ শুরু হয়েছে। চলবে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে গতকাল সন্ধ্যা থেকেই গোপালগঞ্জে বিশেষ অভিযান চলছে। সেনাবাহিনীর অধীনে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী এটি পরিচালনা করছে বলে জানিয়েছেন পুলিশের একাধিক কর্মকর্তা। সূত্র: বিবিসি।
পুলিশ জানিয়েছে, গোপালগঞ্জ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন শান্ত আছে। তবে পরিবেশ কিছুটা থমথমে।
গোপালগঞ্জ সদর সার্কেল পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক, তবে থমথমে। কারফিউ বলবৎ আছে। গতকালের ঘটনায় গ্রেফতারও করা হয়েছে। কিন্তু গ্রেফতারের সংখ্যা কত সে সম্পর্কে তিনি পরিষ্কার কোনো ধারণা দেননি।
দ.ক.সিআর.২৫