জুবায়ের আহমেদ লাখাই প্রতিনিধি:
আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ-লাখাই সড়কের কামড়াপুর ব্রিজের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। হবিগঞ্জ থেকে লাখাইগামী একটি মাল বোঝাই ভ্যানগাড়ি এবং বুল্লা থেকে হবিগঞ্জগামী একটি ইজিবাইকের (মিশুক) মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষের তীব্রতায় ইজিবাইকের চালকসহ মোট চারজন আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল ও বামৈই হাসপাতালে নিয়ে যান। আহতদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
খবর পেয়ে লাখাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক সাহা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, দুর্ঘটনা কবলিত ভ্যানগাড়ি ও ইজিবাইক দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের পুলিশ দল পাঠিয়ে গাড়ি দুটিকে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।”
সাম্প্রতিক সময়ে সড়কে যান চলাচল বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। জনমনে সড়ক নিরাপত্তার বিষয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
দ.ক.সিআর.২৫