কালনেত্র ডেস্ক◾
পিবিআই তদন্তাধীন হবিগঞ্জ জেলার মাধবপুর থানার এক হত্যা মামলায় ভিকটিমের পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নাই। মামলার প্রকৃত রহস্য উদঘাটন করার লক্ষ্যে ভিকটিমের পরিচয় জানা প্রয়োজন।
গত ১৭/০৪/২০২৪ তারিখ রাত অনুমান ০৯:০০ ঘটিকার সময় মাধবপুর থানাধীন আন্দিউড়া—টু—বুল্লা গামী পাকা রাস্তার বামপাশে বিদ্যুৎ—এর খুটির পার্শ্বে অজ্ঞাতনামা এক মহিলার (আনুমানিক বয়স—৩২) মৃতদেহ পাওয়া যায়। পরবর্তীতে মাধবপুর থানা পুলিশ এবং পিবিআই, হবিগঞ্জ এর একটি ক্রাইমসিন টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাতনামা মহিলার গায়ে নেভী ব্লু—রংয়ের বোরকা ও মাথায় বাদামী রংয়ের ওড়না সহ গলায় গ্রামীণ চেকের একটি গামছা প্যাঁচানো অবস্থায় পায়। পিবিআই হবিগঞ্জ—এর ক্রাইমসিন টিম ভিকটিমের পরিচয় শনাক্ত করার চেষ্টা করেন। কিন্তু উক্ত ভিকটিমের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ভিকটিমের পরনে নেভী ব্লু—রংয়ের বোরকা ও মাথায় বাদামী রংয়ের ওড়না সহ গলায় গ্রামীণ চেকের একটি গামছা প্যাঁচানো ছিল। ভিকটিমের গায়ের রং শ্যাম বর্ণের , উচ্চতা অনুমান—৫’১’’ ।
ভিকটিমের পরিচয় শনাক্তের লক্ষ্যে সংবাদপত্রে প্রচারের সহযোগিতা কামনা করছি।
যোগাযোগঃ
১। তদন্তকারী কর্মকর্তাঃ এসআই (নিঃ) বাপ্পু লাল বহ্নি , পিবিআই, হবিগঞ্জ জেলা, মোবাইলঃ ০১৭৩৪—৭৪৪৯৮৯
দ.ক.সিআর.২৫