1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে নবাগত পুলিশ সুপার ইয়াছমিন খাতুনের যোগদান চুনারুঘাট প্রেসক্লাবে মিথ্যাচারের অভিযোগে সাংবাদিক সম্মেলন মাধবপুরে প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্রের মৃত্যু লাখাইয়ে ২০-২৫ জন প্রতিবন্ধী ভাতা বঞ্চিত হওয়ার ঝুঁকিতে হবিগঞ্জে বিজিবির হাতে ভারতীয় ইস্কফ সিরাপসহ এক জন আটক লাখাইয়ে নির্মাণের ২ মাসেই বেহাল, পাকা রাস্তা এখন জনদুর্ভোগের প্রতীক  স্কুলে অনিয়ম-অব্যবস্থাপনা! প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি অনলাইন জুয়ায় আসক্তি: ফায়ার সার্ভিস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  লাখাইয়ে কাইঞ্জা বিলে ইজারাদারের নৌকায় আগুন ও হামলা আহত ৬ মিরাশিতে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিবাদ সমাবেশ

৫ হাজারের বেশি মোবাইল টাওয়ার বন্ধ, ব্যাহত টেলিযোগাযোগ সেবা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫

কালনেত্র ডেস্ক◾

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের টেলিযোগাযোগ খাতে। বিদ্যুৎ সংযোগ না থাকায় প্রায় ৫ হাজারের বেশি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার বন্ধ হয়ে পড়েছে। এতে অনেক এলাকার অধিকাংশ গ্রাহকরা পর্যাপ্ত নেটওয়ার্ক সুবিধা পাচ্ছেন না।

শুক্রবার (৩০ মে) সকালে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দুর্যোগ পরিস্থিতির কারণে শুক্রবার সকাল পর্যন্ত মোট ৫ হাজার ৯০৪টি মোবাইল টাওয়ার বা সাইট সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। যা দেশের মোট সাইট সংখ্যার প্রায় ৩৫ দশমিক ৮ শতাংশ।

তিনি আরও বলেন, আবহাওয়ার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের নেটওয়ার্ক কাঠামো। এসব এলাকায় অনেক জায়গায় মোবাইল ফোনে সিগন্যাল পাওয়া যাচ্ছে না, ইন্টারনেট একেবারেই বন্ধ।

এ ছাড়া প্রাপ্ত তথ্যানুসারে, সারাদেশে মোট ৮ হাজার ২৬২টি মোবাইল টাওয়ার বা সাইট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে ‘মেইনস ফেইলর’ এর আওতায় পড়েছে। যা মোট সাইট সংখ্যার প্রায় ৪৪ শতাংশ। বর্তমানে দেশে মোট ৬৪ দশমিক ২ শতাংশ সাইট সচল রয়েছে। টেলিকম অপারেটর ও টাওয়ার কোম্পানিগুলো বিকল্প ব্যবস্থায় নেটওয়ার্ক সচল রাখতে ৬২৪টি সাইটে পোর্টেবল জেনারেটর সংযুক্ত করেছে। এ ছাড়া আরও ৫০৪টি জেনারেটর পথে রয়েছে, যেগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত সাইটগুলোতে স্থাপন করে পুনরায় সেবা চালু করার চেষ্টা চলছে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সারাদেশে আবহাওয়ার প্রভাবে সৃষ্টি হওয়া দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় মোবাইল অপারেটর, টাওয়ার কোম্পানি এবং পল্লি বিদ্যুৎ কর্মকর্তারা রাতদিন এক করে কাজ করছেন। সাইটগুলোতে পোর্টেবল জেনারেটর সরবরাহ করে দ্রুত নেটওয়ার্ক সচল রাখার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট