মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) বিকেল ৩ টায় মাধবপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণনা র্যালি বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার ভূমি মো: মুজিবুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম বলেন, সূর্যাস্তের পরে বালু উত্তোলন নিষেধ। যা করা লাগবে সূর্য থাকা অবস্থায় করা লাগবে।
এক্সেভেটর বা বালু জব্দ করার বিষয়ে ইন্সট্রাকশন আসছে। বেচা বিক্রির বিষয় দীর্ঘ সময়ের বিষয়। নিলামে না দিয়ে সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বালু বিক্রি করা হবে। পিডিএল কিংবা সরকারি এমন কিছু লাগানোর রাখা হয়, যা এগুলো ধোকা দেওয়ার ব্যবস্থাকর।
এসময় বক্তব্য রাখেন চৌমুহনী ইউপি’র চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, আদাঐর ইউপি’র চেয়ারম্যান খোরশেদ আলম, পৌর বিএনপির সভাপতি মো: গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি,
জামায়াত ইসলামি মাধবপুর উপজেলা শাখার সভাপতি আলাউদ্দিন ভূইয়া, সেক্রেটারি মোস্তফা কামাল, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক এম এম গউছ, মাধবপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর কবির, ছাত্র সমন্বয়ক মো: মাসুম মিয়া প্রমূখ।