➖
হারুন সিদ্দিকী, হবিগঞ্জ
হবিগঞ্জের প্রথিতযসা লেখক ও সাহিত্যব্রতী এম এ রব ২০১৭ সালের ৬ মে ঢাকার একটি হাসপাতালে চিকিৎধীন অবস্থায় চলে যান অনন্তলোকে।
তাঁর লেখায় সকল সময়ই একটি শোষণ-বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক সমাজের স্বপ্নের কথা বলতেন, বলতেন সামনা-সামনি আলোচনায়ও। আমরা যারা তাঁর সঙ্গে প্রায় প্রতিদিনই দেখা করেছি তাঁদের সেই চিরপুরাতন ‘বৈশাখী আড্ডা’য়, আমাদেরকে নিজের লেখা থেকে পড়ে শুনিয়েছেন, ব্যাখ্যা করে বুঝিয়েও দিয়েছেন ।
তাঁর অনুপস্থিতিতে নিজের লেখাগুলো আর কে পাঠ করবে, আর কে-ই বা পুনঃপ্রকাশ করবে, এসব নিয়ে আশঙ্কার কথা জানাতেন্, তাঁর স্বপ্নের সমাজের ‘সাযহ্ন ধূসরতা’র রঙ তিনি টের পেতেন।
আমরাও টের পাচ্ছি- আমরাও দিন দিন বিস্মৃতির বিলাসিতায় দিবাতন্দ্রায় আচ্ছন্ন আছি বেশ …
হে প্রিয় সাহিত্যব্রতী, তারপরও আমাদের প্রণতি গ্রহণ করুন… পরপারে ভালো থাকুন।
দ.ক.সিআর.২৫