➖
কালনেত্র ডেস্ক
১৯৫০-এর দশকে মৌলভীবাজার জেলার চাতলাপুর সীমান্ত দিয়ে ব্রিটিশ ভারতের শেষ ট্রেন চলাচল করত!
চাতলাপুর (মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় অবস্থিত) একসময় ভারতের আসামের কারিমগঞ্জ জেলার সঙ্গে একটি সক্রিয় রেল সংযোগ ছিল। এই পথ দিয়ে কলকাতা থেকে আসাম পর্যন্ত ট্রেন চলত— এটি ছিল বিখ্যাত “আসাম-বেঙ্গল রেলওয়ে”-এর অংশ। ১৯৪৭ সালের পর সীমান্ত ভাগ হলেও অনেক বছর পর্যন্ত এই রেল চলাচল অব্যাহত ছিল।
এখন এই পথ বন্ধ, তবে চাতলাপুর সীমান্তে এখনও পুরনো রেল লাইন ও স্টেশনটির কিছু ধ্বংসাবশেষ দেখা যায়, যা ইতিহাসপ্রেমীদের জন্য এক চমৎকার স্থান হতে পারে।
দ.ক.সিআর.২৫