1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

যবিপ্রবি গবেষকের ন্যানো ইউরিয়া সার উদ্ভাবন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

কালনেত্র ডেস্ক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. জাভেদ হোসেন খান ন্যানো ইউরিয়া সার উদ্ভাবন করেছেন। এই অধ্যাপকের গবেষণা নতুন করে কৃষি বিপ্লবের স্বপ্ন দেখাচ্ছে।

গবেষকের দাবি এক বিঘা জমি চাষ করতে ন্যানো ইউরিয়ার খরচ হবে ২৩০ টাকা। যেখানে ভর্তূকিসহ বর্তমানে খরচ প্রায় ৪ হাজার ২০০ টাকা। সে হিসেবে প্রচলিত সারের চেয়ে ন্যানো ইউরিয়া ব্যবহারে খরচ কমবে প্রায় ৮২ শতাংশ।

ন্যানো ইউরিয়া উদ্ভাবক অধ্যাপক ড. জাবেদ হোসেন খান বলেন, দীর্ঘ গবেষণার পর মাঠ পর্যায়ে এ সার ব্যবহারেও মিলেছে সাফল্য। এক বস্তা ইউরিয়া সরকার ৯০-৯২ টাকা দরে আমদানি করে। সে হিসেবে দাম পড়ে প্রায় অন্তত ৪,২০০ টাকা। তবে ন্যানো ইউরিয়া ব্যবহার করে এ বিঘা জমি চাষ করতে সার খরচ হবে মাত্র ২৩০ টাকা। এটি স্প্রে মেশিনের মাধ্যমে ব্যবহার করতে হবে।

তিনি বলেন, এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার উদ্ভাবন এবং মার্কিন জৈব সার উৎপাদনকারী প্রতিষ্ঠান কোলাবায়োর মধ্যে চুক্তি সই অনুষ্ঠিত হয়েছে। এ চুক্তির আওতায় কোলাবায়ো যবিপ্রবির ন্যাম ল্যাব থেকে ন্যানো সারের প্রযুক্তি গ্রহণ করবে এবং তারাও তাদের জৈবপ্রযুক্তি ন্যাম ল্যাবের সঙ্গে ভাগ করবে।

ড. জাবেদ হোসেন খান আরও বলেন, গত ৭ বছর যাবত আমেরিকায় বহু গবেষণা প্রতিষ্ঠানে গবেষণা পত্র প্রকাশ করা হয়েছে এবং সেখানে তা গৃহীত হয়েছে। মিনিসোটার একটি প্রতিষ্ঠান বাংলাদেশের এই প্রযুক্তি নিতে আগ্রহী। এটা আমার নামে প্যাটেন্ট করা।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট