➖
চুনারুঘাট প্রতিনিধি
প্রতি বছরের ন্যায় এবছরও আব্দুল হামিদ ফাউন্ডেশনের কর্ণধার এ কিউ জয়ের উদ্যোগে চুনারুঘাট উপজেলার পাঁচটি গ্রামের অসহায় ও অস্বচ্ছলদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
আজ সকাল ১১:০০ ঘটিকায় উত্তরবাজারস্থ উজ্জ্বল ভিলায় জনপ্রতি পাঁচশত করে প্রায় শতাধিক গরিবদের মাঝে এ অর্থ প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন এস এম মিজান, আবুল কাশেম, টিপু তালুকদার ও জেমি লোদি।
উল্লেখ্য চুনারুঘাট উত্তর বাজারের মরহুম আব্দুল হামিদের আমেরিকা প্রবাসি আব্দুল কদ্দুস জয় তার পিতার নামে এ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
দ.ক.সিআর.২৫