.
ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার দাবি জানিয়েছে চুনারুঘাটের শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন সৃজনশীল মেধাবিকাশ।
সৃজনশীল মেধাবিকাশের সদস্যরা প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে নিয়ে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেন৷ এ সংক্রান্ত একটি কোলাজ চিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
.
সৃজনশীল মেধাবিকাশ চুনারুঘাটের সদস্যরা বলেন, ফিলিস্তিনিরা ইসরায়েল কর্তৃক বছরের পর বছর নির্মম নির্যাতনের শিকার হচ্ছেন। শিশু, নারী, পুরুষ নির্বিচারে চরম মানবতা লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন, মানবতাবিরোধী অপরাধ করে চলেছে ইসরায়েল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ইসরায়েল কর্তৃক দখলকৃত ভূমি ফিলিস্তিন কে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার দাবি জানাচ্ছি।
.
প্রতিবাদ কর্মসূচিতে সৃজনশীল মেধাবিকাশের সকল সদস্য ও কর্মীমন্ডলীর পক্ষে সৃজনশীল মেধাবিকাশের সাইফুর রাব্বি, নাজমুল হোসেন অন্ত, অন্তর দেবনাথ, মিনহাজুর রহমান ইমন, শাহরিয়ার নাবিল সিয়াম, ইফতেখার শাওন, জাহিদুল প্রীতম, অর্ঘ দাস, নিশাত, প্রহর আরমান অংশ নেন।