প্রেস বিজ্ঞপ্তি
হবিগঞ্জের সুনামধন্য পত্রিকা “দৈনিক কালনেত্র'” এর নির্বাহী সদস্য মোঃ ফজলুর রহমান খালেদ নিয়মনীতি-বহির্ভূত ও সাংবাদিকতার নীতি-পরিপস্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে পত্রিকা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১১ মার্চ ) দৈনিক কালনেত্র পত্রিকার সম্পাদক মন্ডলির দায়িত্বশীল কর্তৃপক্ষ অভিযোগের ভিত্তিতে মোঃ ফজলুর রহমানকে উপদেষ্টা মন্ডলির সদস্য পদ থেকে অব্যাহতি প্রদানে সিদ্ধান্ত দেন।
এই বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে ফজলুর রহমান এই পত্রিকার কোন প্রতিনিধি বা কোন সাংবাদিক নন। সে কোথাও উক্ত পত্রিকার পরিচয় দিতে পারবে না।
উল্লেখ্য যে, নিশান এনজিও’র মালিক গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎকারী জালাল উদ্দিনকে অপহরন করা হয়েছে মর্মে আদালতে মিথ্যা মামলা করেছেন জালাল উদ্দ্দিনের বন্ধু চুনারুঘাটের ঘণশ্যামপুর গ্রামের ফজলুর রহমান খালেদের স্ত্রী হোসনে আরা ডলি। মূলত জালাল উদ্দিন অপহৃত হননি, তিনি নিশান স্যোসাইটির বাহুবল কার্যালয়ে রয়েছেন।
এমন মিথ্যা অভিযোগের প্ররোচনকারী হিসাবে হোসনে আরা ডলি’র স্বামী ফজলুর রহমান খালেদের সম্পৃক্ততা জানতে পেয়ে কালনেত্র কর্তৃপক্ষ তাকে অব্যাহতির স্বিদ্ধান্ত নেয়।
এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে- অফিস কর্তৃক আইডি কার্ডসহ যেসব জিনিসপত্র তাকে প্রদান করা হয়েছিল, তা আগামী ৩ কার্য দিবসের মধ্যে অফিসে এসে জমা দেওয়ার জন্য ফজলুর রহমানকে অবগত করা হবে।
দ.ক.সআর—২৫