1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটের গঙ্গানগর গ্রামে বিদ্যুৎ সংযোগ থাকলেও ভোগান্তিতে ২শ গ্রাহক এনসিপি’র সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ‘ধর্ষণের’ অভিযোগ হবিগঞ্জের সাবেক ডিসি–এডিসিসহ ৪ কর্মকর্তার কারাদণ্ড চুনারুঘাটে দুপক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামের এক কৃষক নিহত চুনারুঘাট সীমান্তে বিজিবি’র প্রায় ৭০ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য ও মাদক জব্দ মাধবপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার মাধবপুরে আউলিয়াবাদ রামকেশব উচ্চ বিদ্যালয়ে এক যুগেও হয়নি অভ্যন্তরীণ অডিট সিলেটসহ সারাদেশে চলছে বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার দেড়হাজার মাধবপুরে সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক   দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

বাংলাদেশে নারীর নিরাপত্তা নিয়ে মহিলা পরিষদের উদ্বেগ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫

কালনেত্র প্রতিবেদন

নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষোভও জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

বৃহস্পতিবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, “নানা অজুহাতে নারীকে হেনস্তা ও নারীর প্রতি সহিংসতার ঘটনা নিয়মে পরিণত হয়েছে। গণপরিসরে নারীর নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হচ্ছে।”

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করা এক বিবৃতিতে আরও বলা হয়, “গণমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ক্যাম্পাসে পোশাক নিয়ে হেনস্তার শিক্ষার হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ তাকে হেনস্তা করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ ও শাহবাগ থানায় মামলা দায়ের করেন ওই ছাত্রী।”

এসব ঘটনা নারীর মর্যাদা, নিরাপত্তা, স্বাধীন চলাচল, ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে মনে করে মহিলা পরিষদ। সংগঠনটির নেতারা মনে করেন, এসবের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, নারীর স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে।

দ্রুত এ পরিস্থিতির অবসানে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এসবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানানো হয়।

মহিলা পরিষদ যেদিন বিবৃতি দিল সেদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার প্রতিষ্ঠানটির কর্মচারী মোস্তফা আসিফ অর্ণব জামিনে মুক্ত হয়েছেন। গত রাত থেকেই যাকে ছাড়িয়ে আনতে ঢাকার শাহবাগ থানা ঘেরাও করে ‘তৌহিদী জনতা’।

এছাড়া গত কয়েকদিন ধরেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসছে নানা ধরনের নারী নির্যাতন ও নিপীড়নের ঘটনার খবর।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট