1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমার দেশ এর সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন হবিগঞ্জের হাওরে ধানের বাম্পার ফলন দাম নিয়ে শংকিত কৃষক! সারা দেশে এলজিইডির কাজে দুদকের অভিযান- কালনেত্র ক্লিনটেক: পরিবেশবান্ধব প্রযুক্তির পথচলা ও ভবিষ্যৎ চুনারুঘাটে খাল খননে জনতার বাঁধা, পরিদর্শনে ইউএনও, তোপের মুখে ইউপি চেয়ারম্যান মাধবপুরে মরিচের বস্তায় মিলল গাঁজা, ২ কারবারি গ্রেপ্তার  মাধবপুরের পাহাড়ে বাচ্চাসহ ঘুরছে ভাল্লুক, বনে প্রবেশে সতর্কতা জোরদার  জীবনে ‘সুখী’ হবেন কীভাবে— গণপিটুনির নামে মানবতা বিরোধী নিষ্ঠুর মব জাস্টিজ বন্ধ হোক অগ্নিকান্ডে বসতবাড়ি সহ ৬ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত—

বাংলাদেশে নারীর নিরাপত্তা নিয়ে মহিলা পরিষদের উদ্বেগ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

কালনেত্র প্রতিবেদন

নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষোভও জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

বৃহস্পতিবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, “নানা অজুহাতে নারীকে হেনস্তা ও নারীর প্রতি সহিংসতার ঘটনা নিয়মে পরিণত হয়েছে। গণপরিসরে নারীর নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হচ্ছে।”

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করা এক বিবৃতিতে আরও বলা হয়, “গণমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ক্যাম্পাসে পোশাক নিয়ে হেনস্তার শিক্ষার হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ তাকে হেনস্তা করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ ও শাহবাগ থানায় মামলা দায়ের করেন ওই ছাত্রী।”

এসব ঘটনা নারীর মর্যাদা, নিরাপত্তা, স্বাধীন চলাচল, ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে মনে করে মহিলা পরিষদ। সংগঠনটির নেতারা মনে করেন, এসবের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, নারীর স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে।

দ্রুত এ পরিস্থিতির অবসানে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এসবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানানো হয়।

মহিলা পরিষদ যেদিন বিবৃতি দিল সেদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার প্রতিষ্ঠানটির কর্মচারী মোস্তফা আসিফ অর্ণব জামিনে মুক্ত হয়েছেন। গত রাত থেকেই যাকে ছাড়িয়ে আনতে ঢাকার শাহবাগ থানা ঘেরাও করে ‘তৌহিদী জনতা’।

এছাড়া গত কয়েকদিন ধরেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসছে নানা ধরনের নারী নির্যাতন ও নিপীড়নের ঘটনার খবর।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট