1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমার দেশ এর সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন হবিগঞ্জের হাওরে ধানের বাম্পার ফলন দাম নিয়ে শংকিত কৃষক! সারা দেশে এলজিইডির কাজে দুদকের অভিযান- কালনেত্র ক্লিনটেক: পরিবেশবান্ধব প্রযুক্তির পথচলা ও ভবিষ্যৎ চুনারুঘাটে খাল খননে জনতার বাঁধা, পরিদর্শনে ইউএনও, তোপের মুখে ইউপি চেয়ারম্যান মাধবপুরে মরিচের বস্তায় মিলল গাঁজা, ২ কারবারি গ্রেপ্তার  মাধবপুরের পাহাড়ে বাচ্চাসহ ঘুরছে ভাল্লুক, বনে প্রবেশে সতর্কতা জোরদার  জীবনে ‘সুখী’ হবেন কীভাবে— গণপিটুনির নামে মানবতা বিরোধী নিষ্ঠুর মব জাস্টিজ বন্ধ হোক অগ্নিকান্ডে বসতবাড়ি সহ ৬ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত—

চুনারুঘাটে সেবা কর্তৃক ইসমাইল মুন্সি উচ্চ বিদ্যালয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

সেবা কর্তৃক ইসমাইল মুন্সি উচ্চ বিদ্যালয়ে “হাসান ইবনে হাইসাম বিজ্ঞান ক্লাব” পুনঃগঠন ও বার্ষিক কর্মপরিকল্পনা বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মোঃ খালিদ হাসানের পরিচালনায় উক্ত প্রোগ্রামটি সম্পন্ন হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করা এবং তাদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব রাজা আহমেদ মুন্সি। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাইফুজ্জামান চৌধুরী।

সভায় বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মোট ৭১ জন শিক্ষার্থীকে বিজ্ঞান ক্লাবের সদস্য হিসেবে যুক্ত করা হয়। নতুন শিক্ষার্থীদের বিজ্ঞান ক্লাবের ভূমিকা, কার্যক্রম এবং লক্ষ্য সম্পর্কে অবহিত করা হয়। বিশেষত, বিজ্ঞান শিক্ষাকে আরও কার্যকর ও আনন্দদায়ক করার জন্য ক্লাবের মাধ্যমে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের উপর গুরুত্বারোপ করা হয়।

এ বছর সেবা কর্তৃক পরিচালিত বিজ্ঞান ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে—
বিজ্ঞান মেলা: শিক্ষার্থীরা নিজস্ব উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করবে।

বিজ্ঞান কুইজ: বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতামূলক কুইজ আয়োজন করা হবে।

বিজ্ঞান দেয়ালিকা: শিক্ষার্থীদের সৃজনশীল বিজ্ঞানধর্মী লেখা ও গবেষণার প্রতিফলন ঘটবে।

বিজ্ঞানচিন্তা পাঠচক্র: জনপ্রিয় বিজ্ঞান ম্যাগাজিন থেকে পাঠচক্রের আয়োজন হবে।

বিজ্ঞান অলিম্পিয়াড: শিক্ষার্থীদের বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হবে।

অন্যান্য বিজ্ঞানভিত্তিক কার্যক্রম: কর্মশালা, সেমিনার ইত্যাদি কার্যক্রম আয়োজন করা হবে।

সভায় গত বছরের বিজ্ঞান ক্লাবের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার প্রতি ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছিল। ক্লাবের সদস্যরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন, যেখানে তারা বিজ্ঞান ক্লাবের কার্যক্রমের প্রতি নিজেদের উৎসাহ ও আগ্রহের কথা তুলে ধরেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব রাজা আহমেদ মুন্সি বিজ্ঞান ক্লাবের কার্যক্র প্রত্যেক সদস্যকে নিয়মিত কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন এবং বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য উদ্বুদ্ধ করেন।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক জনাব সাইফুজ্জামান চৌধুরী বলেন, “বিজ্ঞান শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও উদ্ভাবনী ক্ষমতা বাড়ানো আমাদের লক্ষ্য। এই বিজ্ঞান ক্লাব শিক্ষার্থীদের দক্ষতা ও জ্ঞানের পরিধি বিস্তৃত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজ্ঞান ক্লাবের এই পুনঃগঠন সভা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরি ও জ্ঞানের পরিধি বিস্তৃত করতে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। ভবিষ্যতে এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দক্ষতা ও প্রতিভার বিকাশ ঘটাতে পারবে।

সভাটি শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ করে দেবে।

দ.ক.সেবা.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট