1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে অভাবের তাড়নায় যুবকের আত্মহত্যা বৃষ্টিতে চুনারুঘাটের রাস্তাগুলো হয়ে ওঠে জলমগ্ন খাল, সংস্কার কবে? ছবি তুলতে গিয়ে ভারতে ঢুকে পড়েন কুলাউড়ার দুই যুবক : অতঃপর.. ঐতিহাসিক ৩ জুলাই, শহীদ মিনার থেকে আসে হাসিনা পতনের ঘোষণা ঢাকায় তিন সমাবেশ ঘিরে মোতায়েন আছে ১৪ হাজার পুলিশ বাবা ও মেয়ের গলায় দা ধরে ছিনতাই- গ্রেফতার দুই অগ্নিকাণ্ডের পর টানা ৫০ ঘণ্টার অক্লান্ত পরিশ্রমে স্বাভাবিক হলো জেলার বিদ্যুৎ সরবরাহ চেতনায় কল্পনায় এঁকেছেন নারীকে তিন কবি মৌলভীবাজারে হবিগঞ্জী বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, সড়ক অবরোধ-বাস ভাঙচুর  সৌদির সঙ্গে বাংলাদেশের প্রথম প্রবাসী শ্রমিক চুক্তি শিগগিরই: আসিফ নজরুল

চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে আ’লীগ সভাপতিসহ চার ব্যক্তি আটক

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
এফ এম খন্দকার মায়া
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় অজ্ঞাতসহ অভিযুক্ত চার ব্যক্তিকে ডেবিল হান্ট অভিযানে আটক করেছে যৌথ বাহিনী।
 শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে চুনারুঘাট অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুল ইসলাম আমাদের প্রতিনিধিকে নিশ্চিত করে জানান,তিনজন কে যৌথ বাহিনীর সহায়তায় চুনারুঘাট থানা পুলিশ আটক করেন।এবং একজন কে হবিগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম করছেন বলে জানা যায়।
আটককৃত ব্যক্তি ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী।উনাকে রাত আড়াটায় তার হবিগঞ্জের নিজ বাসা থেকে গ্রেফতার করে যৌথ বাহিনীসহ সদর থানা পুলিশের একটি টিম।এছাড়াও চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও আওয়ামী লীগের সভাপতি রউছ উল্লাহ,পৌর যুবলীগের সদস্য সচিব মাজেদুল হক লুবন,উপজেলা তাঁতি লীগের সহ সভাপতি হাবিবুর রহমান মাসুক কে নিজ নিজ এলাকা থেকে আটক করেন তারা।
উল্লেখ্যে উপজেলার নতুনব্রিজ (শায়েস্তাগঞ্জ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন সহ ৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।উক্ত মামলার উল্লেখ্য যোগ্য আসামি ছিলেন সবাই।
গেল বুধবার (১১ সেপ্টেম্বর ২৪) চুনারুঘাট যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন বাদী হয়ে চুনারুঘাট থানায় এ মামলাটি করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র সাইফুল আলম, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, রুমন ফরাজী, মানিক সরকার, মোস্তাফিজুর রহমান, ওয়াহেদ আলী ও আব্দালুর রহমান আবদাল, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পিপি এম আকবর হোসেইন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, যুগ্ম সম্পাদক সজল দাশ, তাঁতী লীগের সভাপতি কবির মিয়া খন্দকার, কাউন্সিলর আবদুল হান্নান ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রজব আলী,মুক্তিযোদ্ধা সামাদ প্রমুখ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও জনতা ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ  এলাকায় জড়ো হয়েছিলেন। বিক্ষোভ চলাকালে ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের নির্দেশে একদল লোক আন্দোলকারীদের ওপর হামলা চালানোর অভিযোগ করা হয়।এজাহার সূত্রে আরো জানা যায়, মামলার আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট