➖
কালনেত্র প্রতিবেদন
গত জুলাই-আগস্টের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এক লাখ ৩৪ হাজার কৃষক সরকারি প্রণোদনা নিচ্ছেন মোবাইলে আর্থিক লেনদেন প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে।
এক বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, গত বছরের আকস্মিক বন্যায় চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার ৫৬টি উপজেলার কৃষক ক্ষতিগ্রস্ত হয়। সরকার এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেয়।
কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে, বন্যায় ১৪ লাখের বেশি কৃষকের গড়ে প্রায় ১৫ শতাংশ ফসল নষ্ট হয়েছে।
পরে কৃষি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে সার ও বীজ কিনতে প্রত্যেককে এক হাজার টাকা করে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কৃষকরা এই প্রণোদনার অর্থ পছন্দের এমএফএস অ্যাকাউন্টে নেওয়ার সুযোগ পায়। এরমধ্যে ১ লাখ ৩৪ হাজার কৃষক তাদের বিকাশ অ্যাকাউন্টেই সরকারি প্রণোদনা নিতে চেয়েছেন।
বিবৃতিতে বিকাশ জানিয়েছে, এসব ক্ষতিগ্রস্ত কৃষকের পছন্দর বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে এই প্রণোদনার অর্থ।
বিকাশের মাধ্যমেই প্রয়োজনীয় অর্থ ব্যবহারের পাশাপাশি নিকটবর্তী এজেন্ট পয়েন্ট থেকে হ্রাসকৃত চার্জ ৭ টাকায় ক্যাশআউট করার সুবিধাও পাচ্ছেন কৃষকরা।
দ.ক.সিআর.২৫