কালনেত্র প্রতিবেদক◾
আমুরোড স্কুল এন্ড কলেজে প্রতিবারের ন্যায় এবারও শীতকালীন পিঠা উৎসব পালন করা হয়েছে। এতে শিক্ষার্থীরা নিজ হাতে তৈরি করা প্রায় ২৫ প্রকারের পিঠা নিয়ে ১০টি স্টলে অংশগ্রহণ করে।
আজ (২৭ জানুয়ারি) সোমবার সকালে স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ পিঠা উৎসব পালিত হয়।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এ পিঠা উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
শিক্ষার্থী, অভিভাবকসহ নানা শ্রেণিপেশার মানুষ এ উৎসব ঘুরে দেখেন। এসময় তারা শিক্ষার্থীদের এ আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং পিঠার স্বাদ গ্রহণ করেন।
পিঠা উৎসব উপলক্ষে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের আগমনে স্কুল প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়। আনন্দে সবাই দিনটি পার করেন। ছাত্রছাত্রীদের হাতে বানানো নানান রকমের পিঠা উৎসবে আসা অতিথিদের মুগ্ধ করে।
শিক্ষার্থীরা জানায়, পিঠা উৎসবে তারা নিজ হাতেই পিঠা তৈরি করেছে। এর আনন্দই অন্যরকম।
আমুরোড স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক আব্দুর রউফ বলেন, আমরা স্কুলের পক্ষ থেকে পিঠার আয়োজন করে থাকি। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা নিজ নিজ বাসা থেকে পছন্দের পিঠা তৈরি করে স্কুলের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রতিবছর শীতের মৌসুমে এই পিঠার আয়োজন করা হয়। এতে সকলের মাঝে আনন্দের আমেজ বইতে থাকে।
দ.ক.সিআর.২৫