এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট◾
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বাল্লা স্থলবন্দর ইমিগ্রেশন সীমান্ত দিয়ে বাংলাদেশি জহুর আলী (৫০) নামে এক ব্যক্তির লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্প্রতিবার (৯ জানুয়ারি) বিকাল প্রায় ৫টায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে উক্ত লাশ হস্তান্তর করা হয়।
নিহত জহুর আলীর লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ভারত পুলিশের সাব ডিভিশনাল রঙ্গ দুলাল দেব বর্মা,অফিসার ইনচার্জ সুবির মালাকার, বিএসএফের কোম্পানি কমান্ডার কুন্দন কুমার ও বাংলাদেশের পক্ষে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুর রহমান, বাল্লা বিজিবির ক্যাম্প কমান্ডার নাজমুল ইসলাম। এবং স্থানীয় ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, নিহতের ছেলে অলি মিয়াসহ স্থানীয় গণমাধ্যম কর্মী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি বাজারে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বেড়িয়ে যায় জহুর আলী (৫০)। সেখানে যাওয়ার পর আর বাড়ি ফেরেন নি।এ দিকে জহুর আলী (৫০) বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজি করেও না পেয়ে অপেক্ষার প্রহর গুনতে থাকে।
এক পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি লাশের ছবির মাধ্যমে জহুর আলী (৫০) বিষয়টি জানতে পারে তার পরিবার। ভারতীয় তথ্য মতে জানা যায়, সেখানকার খোয়াই পুলিশ তাকে বর্ডার এলাকা থেকে মৃত অজ্ঞাত হিসেবে মর্গে প্রেরণ করে। পরে ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করলে আইনী প্রক্রিয়া শেষে আজ (৯ জানুয়ারি) বৃহস্প্রতিবার বাল্লা স্থলবন্দর ইমিগ্রেশন সীমান্ত দিয়ে ওই লাশ হস্তান্তর করা হয়।