➖
মোঃ সেকেন্দার আলী লিমন
কুড়িগ্রাম প্রতিনিধি◾
গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র্যাব ১৩ বিশেষ অভিযান চালিয়ে রাজারহাট রেল ক্রসিং থেকে ইউনিয়ন পরিষদ রোডে পিক আপ ভ্যানের ধানের আটি বোঝাই গাড়ি থেকে মাদক উদ্ধার। ধানের আটির নিচে প্রায় ৩৫ কেজির উপরে গাজার চালান ছিল।
রংপুর র্যাব ১৩ কে দেয়া ইনফরমেশন সঠিক হওয়ায় পিকআপটি আটক করে তারা। পরে ইউনিয়ন পরিষদ মাঠ সংলগ স্থানে নিয়ে গিয়ে পিকআপের ধানের আঁটিগুলো আনলোড করার পর গাজার সাতটি প্রসেসিং করা বার পাওয়া যায়। পরে পিকআপের চালককে গ্রেফতার করে রংপুর র্যাব ১৩।
র্যব জানায়, গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। এবং গাড়িটি রাজাহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
দ.ক.সিআর.২৪