➖
এম ফজলুর রহমান খালেদ◾
হবিগঞ্জ জেলার বৈষম্য বিরোধী আন্দোলনে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় মামলার আসামী চুনারুঘাট উপজেলার ৪ নং পাইকপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস তালুকদার (৬০) কে চুনারুঘাট উপজেলার সতং বাজার থেকে গতকাল ২৮ নভেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব গ্রেফতার করেছে চুনারুঘাট থানার পুলিশ।
গত ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের সদস্য মো. নাসির উদ্দিন সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমনসহ ৯৭ জনের নাম উল্লেখ করে প্রায় ২০০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
এ মামলার তদন্তে আব্দুল কুদ্দুস তালুকদারের নাম উঠে এসেছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নতুন ব্রিজ এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আব্দুল কুদ্দুস তালুকদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মো: আব্দুল কুদ্দুস তালুকদার অত্র উপজেলা ৪ নং পাইকপাড়া ইউনিয়নের সতং তালুকদার বাড়ী নিবাসী মোঃ ডুগা মিয়া তালুকদারের পুত্র ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
দ.ক.সিআর.২৪