এফ এম খন্দকার মায়া, চনারুঘাট
হবিগঞ্জ জেলার চুনারুঘটে আশা কমপ্লেক্সে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার রেজাউল হক খাঁন।
শনিবার(২৩ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নরপতি গ্রামে অবস্থিত আশা কমপ্লেক্স ঘুরে ভাঙ্গা লকার, ড্রয়ার ও আসবাবপত্র দেখেন।এসময় সাথে ছিলেন থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম,তদন্ত কর্মকর্তা কবির হোসেন ও আশা’র প্রশাসনিক কর্মকর্তা মুস্তাফিজুর রহমান।
জানা যায়,গেলো ৪ঠা নভেম্বর ভোররাতে নরপতি গ্রামে অবস্থিত আশা কমপ্লেক্সে এ ডাকাতির ঘটনাটি ঘটেছিল।
এ ঘটনায় ঘটনায় দুই ডাকাত আটক করেছে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম বলে জানা যায়।
দ.ক.সিআর.২৪