➖
ডেস্ক রিপোর্ট◾
প্রত্যেক শিশুর এমন একটি পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে যেখানে তারা স্বাধীনভাবে স্বপ্ন দেখতে পারে। তাদের জন্য আমাদের এমন একটি জায়গা তৈরি করতে হবে যেখানে তারা নিজেদের ইচ্ছার কথা বলতে ভয় না পায়। তাদের জন্য আমাদের সরব হতে হবে। তাদেরকে ক্ষমতায়নের মাধ্যমে গড়ে তুলতে হবে এমন এক প্লাটফর্ম যেন তারা নিজেদের এবং তাদের চারপাশের সবার জন্য তৈরি করতে পারে এক শান্তিময় ভবিষ্যত।
গার্গী তনুশ্রী পাল দশম শ্রেণীর ছাত্রী। ১৬ বছর বয়সী গার্গী একজন শিশু সাংবাদিক ও শিশু অধিকার কর্মী। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা প্রদানকারী একটি দাতব্য সংস্থা “বি পজিটিভ” এর নেতৃত্ব দেন এবং ‘সহজ পাঠশালা’ নাম আদিবাসী শিশুদের জন্য অনানুষ্ঠানিক একটি স্কুলের ব্যবস্থাপনা দলে কাজ করেন।
হ্যালো বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম এর শিশু সাংবাদিক গার্গী তনুশ্রী পাল এ পর্যন্ত তিনি বাল্য বিবাহ, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির ওপর ২০০টিরও বেশি প্রতিবেদন প্রকাশ করেছেন। তিনি ইউনিসেফের সাথে গত ৫ বছরে সচেতনতামূলক প্রচারণা, ইয়ুথ এডভোকেসি ও অন্যান্য বিভিন্ন কাজের মাধ্যমে শিশু অধিকারের প্রতি তার প্রতিশ্রুতিকে আরো জোরদার করেছেন।
শিশু অধিকার রক্ষায় তার সক্রিয় ভূমিকা তাকে শিশু এবং যুবকদের জন্য একজন অনুপ্রেরণাকারী ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলে। একজন ইয়ুথ এডভোকেট হিসেবে গার্গী অন্যান্য শিশু ও তরুণদেরকে এই বিশ্বকে আরো উন্নত একটি জায়গা করে তোলার জন্য অনুপ্রাণিত করবেন।
সোর্স: ইউনিসেফ বাংলাদেশ
দ.ক.সিআর.২৪