➖
কাজী মাহমুদুল হক সুজন◾
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজের নিকট করিমপুর- রামশ্রী নামক স্থানে অবৈধ ভাবে বালু এবং মাটি উত্তোলনের দায়ে
মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভুমি) মাহবুব আলম মাহবুব এর নেতৃত্বে ও চুনারুঘাট থানা পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমান আদালত গিয়ে দেখতে পায় খোয়াই নদীর পাড় হতে অবৈধভাবে মাটি কেটে ট্রাক্টর যোগে বিভিন্ন স্থানে নেয়া হচ্ছে।
এ অপরাধে ঘটনার স্থান থেকে উপজেলার শিমুলতলা গ্রামের মৃত আব্দুল নুরের পুত্র আব্দুর রহমানকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।
রায় প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার।
জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রামামান আদালত।
দ.ক.সিআর.২৪