1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
সুতাং নদীতে শিল্প-বর্জ্যের বিষ: বিপন্ন পরিবেশ, জনস্বাস্থ্য ও অর্থনীতি হবিগঞ্জে নবাগত পুলিশ সুপার ইয়াছমিন খাতুনের যোগদান চুনারুঘাট প্রেসক্লাবে মিথ্যাচারের অভিযোগে সাংবাদিক সম্মেলন মাধবপুরে প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্রের মৃত্যু লাখাইয়ে ২০-২৫ জন প্রতিবন্ধী ভাতা বঞ্চিত হওয়ার ঝুঁকিতে হবিগঞ্জে বিজিবির হাতে ভারতীয় ইস্কফ সিরাপসহ এক জন আটক লাখাইয়ে নির্মাণের ২ মাসেই বেহাল, পাকা রাস্তা এখন জনদুর্ভোগের প্রতীক  স্কুলে অনিয়ম-অব্যবস্থাপনা! প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি অনলাইন জুয়ায় আসক্তি: ফায়ার সার্ভিস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  লাখাইয়ে কাইঞ্জা বিলে ইজারাদারের নৌকায় আগুন ও হামলা আহত ৬

ফ্যাসিবাদের চূড়ান্ত বয়ান; মোহাম্মদ সুমন

মোহাম্মদ সুমন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

টানা ১৫ বছরের দুঃশাসন, ভোটাধিকার কেড়ে নেয়া, গুম, খু*ন, অপহরণের রামরাজত্ব কায়েম। বিরোধী মতের বিরুদ্ধে সীমাহীন অত্যাচার, বাক স্বাধীনতা হরণ। মানুষের টুঁটি চেপে ধরতে ডিজিটাল কালো আইন তৈরি। আইনশৃঙ্খলা বাহিনীকে মাস্তানির লাইসেন্স ধরিয়ে দেয়াসহ দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট, এবং একদলীয় ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা কায়েমের পরেও শেখ হাাসিনা নিষ্পাপ! কারণ এগুলো সে নিজ হাতে করেনি।

 

এগুলো করেছে তার চারপাশের নেতাকর্মীরা! এমন বয়ানই হাটে, মাঠে, ঘাটে, পাড়ার চায়ের টেবিলে ফ্যাসিবাদী কর্মীদের একমাত্র বয়ান! তারা বিশ্বাস করে শেখ হাসিনা কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত নয় বরং অন্যান্য নেতারাই তাকে বিপদে ফেলেছে। এই বয়ান যে শুধুমাত্র ফ্যাসিবাদের কর্মীদের তা কিন্তু নয়; অনেক সুশীল, লেখাপড়া জানা ফ্যাসিবাদ সমর্থনকারীদেরও বয়ান এটাই!

 

মূলত এই সুশীল গোষ্ঠীটির সমর্থনই শেখ হাসিনার দুঃশাসনকে দীর্ঘায়িত করেছিলো। কাজেই ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে এসব মৌন সমর্থনকারীদের সাধারণ চোখে দেখলে চলবে না। এদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে। এরা চায় ফ্যাসিবাদ আবারও ফিরে আসুক। ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে তারা প্রাতিষ্ঠানিক ক্ষমতার অপব্যবহার করতেও দ্বিধা করবে না। এরা সব দোষ স্বীকার করেও ঘুরেফিরে শেখ হাসিনার পবিত্রতা ঘোষণা করবে।

 

মনে রাখবেন, শেখ হাসিনা নির্দোষ বাকীসব দোষী এই বয়ান শুধুমাত্র ফ্যাসিবাদের পক্ষের বয়ান। তারা জেনেশুনেই এই বয়ান পেশ করে মানুষকে বিভ্রান্ত করতে চায়। অথবা দলীয় অন্ধত্বের মধ্যে পড়ে এই বয়ানকে বিশ্বাস করে। এদেশের মুক্তিকামী লড়াকু মানসিকতার মানুষমাত্রই শেখ হাসিনাকে খুনি বলে মনে করে। তার বিচার চায়।

 

জুলাই-আগস্টে সংঘটিত গণহ*ত্যার বিচার করা না হলে ফ্যাসিবাদী এই বয়ান একসময় ন্যায্যতা লাভ করবে। কয়েকজন রাঘববোয়াল আর সাধারণ নেতাকর্মীদের শাস্তি দিয়ে ফ্যাসিবাদের বিচার পূর্ণতা পাবে না। শেখ হাসিনার বিচার দ্রুত শুরু করতে হবে, না হলে সে দুধে ধুয়া তুলসি পাতাই থেকে যাবে।

লেখক: মোহাম্মদ সুমন, গণমাধ্যমকর্মী ও গ্রাফিক্স ডিজাইনার

দ.ক.বিবৃতি

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট