কাজী মাহমুদুল হক সুজন◾
হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামের বাসিন্দা সাবেক কাউন্সিলর ও সাবেক মেম্বার ফারুক উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বুধবার (১৬ অক্টোবর) রাত ১১ টার দিকে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় সিলেট রাকিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাদ জোহর তার জানাজার নামাজ চুনারুঘাট সদর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে বড়াইল পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহি ও বহু আত্মীয় স্বজন রেখে যান।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজনসহ হাজারও মুসল্লি।
উপস্থিত সকলেই আল্লাহর দরবারে মরহুমের জান্নাত নসিবের ফরিয়াদ জানান।
দ.ক.মৃত্যু