প্রেস বিজ্ঞপ্তি◾
সিলেট গহরপুর মাদ্রাসা থেকে দাউরায়ে হাদিস বেগম ফয়জুন্নেছা তামশি দৈনিক কালনেত্রের বার্তা সম্পাদক নিযুক্ত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা।
বেগম ফয়জুন্নেছা তামশি’র পৈত্বিক নিবাস হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইমামবাড়িতে। বৈবাহিক সূত্রে তিনি এখন চুনারুঘাটের বাসিন্দা।
ফয়জুন্নেছার আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ তাকে বার্তা সম্পাদক পদে নিযুক্ত করিয়াছে। এই নিয়োগ ১০ অক্টোবর ২৪ থেকে কার্যকর হইবে। উপরোক্ত তারিখ থেকে তিনি সকল প্রকার বেতন ভাতা প্রাপ্তিতে সক্ষম হবেন।
কর্তৃপক্ষ আশা করে তিনি সাংবাদিকতার আদর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। প্রতিষ্ঠানের সুনাম বা সাংবাদিকতার পরিপন্থী কোন প্রকার কর্মকান্ডের দায় কর্তৃপক্ষ বহন করিবে না।
সংসার জীবনে তিনি বিবাহিতা ও ২ সন্তানের জননী। তার উজ্জল ভবিষ্য কামনা করছি।
দ.ক.সিআর.২৪