1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন

রংপুরের সমাবেশে সরকারের প্রতি নির্বাচন কমিশন গঠনের দাবি- মেজর হাফিজের-

মোঃ শফিকুল ইসলাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

📰

মোঃ শফিকুল ইসলাম
রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান◾

 

রংপুরে জাতীয়তাবাদী দল বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন বীরবিক্রম বলেন, হত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন।

আজ (১৭ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন উপলক্ষে রংপুরে বিএনপির শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।

হাফিজ উদ্দিন বলেন, ‘এখনো যুদ্ধ শেষ হয়নি। জনগণের সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে নির্বাচিত সরকার গঠন করতে পারলেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে। জুলাইয়ের নিরস্ত্র যোদ্ধারা বিশ্বে নন্দিত হয়েছেন।

শোভাযাত্রার আগে রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন বলেন, ‘১৯৭১ সালে বাংলার মানুষ যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, গত ১৬ বছরে সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। ছাত্র-জনতার প্রাণ আর রক্তের বিনিময়ে মানুষের অধিকার আদায়ের সেই স্বপ্নের পথে আবারও জেগে উঠেছে বাংলাদেশ। তাই সংস্কার করে দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে হাফিজ উদ্দিন বলেন, ‘অনেক ত্যাগ এবং কষ্টের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। তাই অন্তর্বর্তী সরকারের সময়ে এমন কোনো কাজ বা অপরাধে লিপ্ত হওয়া যাবে না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়।’

মেজর হাফিজ বলেন, ‘দেশে একশ্রেণির তথাকথিত বুদ্ধিজীবী আছে, যাদের গণতন্ত্র ভালো লাগে না, গরিব মানুষের শাসন ভালো লাগে না। সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাদের রায় দেবে, এটা তাদের ভালো লাগে না। তারা নিজেরা কোনোদিন ভোট দেননি। নির্বাচনে অংশগ্রহণ করা তো দূরের কথা, গণতন্ত্রের যে মূল বক্তব্য তাদের মধ্যে ঘাটতি আছে।’

বিএনপি ৩০ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘এরইমধ্যে অন্তর্বর্তী সরকার আমাদের এই সংস্কার প্রস্তাবকে মান্য করে ছয়টি কমিশন গঠন করেছে। ফলে আমরা যে স্বাধীন দেশের স্বপ্ন দেখেছি, সে স্বপ্ন বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ ড. ইউনূসের সরকার নেবে বলে আমরা মনে করি। বর্তমান সরকার অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করুক। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে একটি কমিশন গঠন করুক।

ক_
সিআর—২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট