ডেস্ক রিপোর্ট◾
চুনারুঘাট সহ দেশজোড়ে গরমের সঙ্গে যুক্ত হয়েছে সীমাহীন লোডশেডিং। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বেশি বিপাকে পড়েছে শিশু ও বয়োজ্যেষ্ঠরা। শনিবারও (৭ সেপ্টেম্বর) সকাল থেকে ঘন ঘন লোডশেডিংয়ের কবলে পড়ে দেশবাসী। এরমধ্যে তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে চুনারুঘাটেও বেড়েছে অতিরিক্ত লোডশেডিং। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
সাধারণ মানুষের অভিযোগ ২৪ ঘণ্টার মধ্যে ১৪ থেকে ১৫ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছে না গ্রাহকরা। অতিমাত্রায় লোডশেডিংয়ের কারণে জনজীবনে অস্থিরতা দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে বিদ্যুৎচালিত জিনিসপত্র ও কল কারখানার মেশিন। বাণিজ্যিক উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি গরমে হাঁসফাঁস করছেন সাধারণ গ্রাহকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের সঙ্গে ক্ষোভও ঝাড়ছেন অনেকে। বিদ্যুৎ নিয়ে এমন নাজেহাল অবস্থাকে চুনারঘাটেরর সঙ্গে বৈষম্য বলছেন কেউ কেউ।
চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় উপজেলাজুড়ে বারবার লোডশেডিং চলার বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট সাব-জোনাল অফিস কর্তৃপক্ষ।
কে_
সিআর—২৪