1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
সুতাং নদীতে শিল্প-বর্জ্যের বিষ: বিপন্ন পরিবেশ, জনস্বাস্থ্য ও অর্থনীতি হবিগঞ্জে নবাগত পুলিশ সুপার ইয়াছমিন খাতুনের যোগদান চুনারুঘাট প্রেসক্লাবে মিথ্যাচারের অভিযোগে সাংবাদিক সম্মেলন মাধবপুরে প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্রের মৃত্যু লাখাইয়ে ২০-২৫ জন প্রতিবন্ধী ভাতা বঞ্চিত হওয়ার ঝুঁকিতে হবিগঞ্জে বিজিবির হাতে ভারতীয় ইস্কফ সিরাপসহ এক জন আটক লাখাইয়ে নির্মাণের ২ মাসেই বেহাল, পাকা রাস্তা এখন জনদুর্ভোগের প্রতীক  স্কুলে অনিয়ম-অব্যবস্থাপনা! প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি অনলাইন জুয়ায় আসক্তি: ফায়ার সার্ভিস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  লাখাইয়ে কাইঞ্জা বিলে ইজারাদারের নৌকায় আগুন ও হামলা আহত ৬

লাখো কণ্ঠে বাজছে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’- কালনেত্র

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

 

কালনেত্র প্রতিবেদক◾

জাতীয় সংগীত পরিবর্তনের দাবি উঠার পর দেশজুড়ে লাখো কণ্ঠে বাজছে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে, কেউবা রাজপথে নেমে এই গানের সুরেই জানাচ্ছেন দেশকে ভালোবাসার প্রত্যয়।

মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা এবং জাতীয় সংগীত নিয়ে সব রকম ষড়যন্ত্র রুখে দেওয়ার বার্তাও এসেছে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি থেকে।

গত মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংগীতকে ‘স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থি’ আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানিয়েছিলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমী।

শুক্রবার দেশের বিভিন্ন জায়গায় জাতীয় সংগীত গেয়ে তার বক্তব্যের প্রতিবাদ জানায় সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষ। মুক্তিযুদ্ধে প্রেরণা জোগানো বিভিন্ন গানও পরিবেশন করেন তারা। তারা জানান, আমরা চাই জাতীয় সংগীতের মর্মবাণী যেন সবার মাঝে পৌঁছায়। অনেকে বলেছেন, আজকে আমরা শতকণ্ঠে গেয়েছি মূলত আমান আযমীর বক্তব্যের প্রতিবাদ জানাতে।”

প্রগতিশীল বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করে। তারা জাতীয় সংগীত ছাড়াও দেশাত্মবোধক গানও পরিবেশন করেন। অংশ নেওয়া সংগঠনের মধ্যে রয়েছে- উদীচী শিল্পী-গোষ্ঠী, সত্যেন সেন শিল্পী-গোষ্ঠী, খেলাঘর আসর, কক্সবাজার থিয়েটার, থিয়েটার আর্ট, সাংস্কৃতিক ইউনিয়ন, প্যানোয়া ও কমবা। ব্যক্তিগতভাবেও অনেকে অংশ নেন সেখানে। সংস্কৃতিকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও কণ্ঠ মেলান।

উদীচী কেন্দ্রীয় সংসদ থেকে জানানো হয়, দেশের সব জেলা ও বিদেশে তাদের শাখা সংসদের শিল্পী-কর্মীরাও একই কর্মসূচি পালন করেছে। তাতে অংশ নিয়েছে সাধারণ মানুষও।

জাতীয় সংগীত ও পতাকাসহ বাঙালি জাতির অস্তিত্বের উপর উগ্রবাদী আগ্রাসন রুখতে এই আয়োজন করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।

ক_
সিআর—২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট