প্রেস বিজ্ঞপ্তি◾
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ছাত্র, খোয়াই সাহিত্য সংসদ ও চুনারুঘাট কবি পরিষদের যুগ্ন সম্পাদক, দৈনিক প্রথম বার্তা ও মর্নিং পোস্ট এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি জনাব এম ফজলুর রহমান খালেদ দৈনিক কালনেত্রের উপদেষ্টা নিযুক্ত হওয়ায় অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।
জনাব এম ফজলুর রহমান খালেদ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিনের ঘনশ্যামপুর গ্রামের মরহুম এম হাবিবুর রহমান ছাবু মাষ্টার ও বেগম রাহেলা হাবিব তালুকদারের সন্তান।
জনাব ফজলুর রহমান খালেদ এম এ এবং এলএলবি পাশ করার পর বর্তমানে শিক্ষানবিশ আইনজীবি হিসেবে তিনি মৌলভীবাজার কোর্টের সাবেক পিপির অধিনে প্রেক্ট্রিস করছেন। এছাড়া তিনি সাহিত্য চর্চার সাথেও ওতপ্রতোভাবে জড়িত। এপর্যন্ত তার ৮টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এবং ৪টি কাব্যগ্রন্থ ও “সার্ভে ট্রেনিং গাইড” বইটি প্রকাশিতব্য। তিনি কবিতার পাশাপাশি উপন্যাসও লিখছেন।
সংসার জীবনে তিনি বিবাহিত ও মুসলিম। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
ক_
সিআর—২৪