1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ :

রাজনীতি জনগনকে ভাই, বন্ধু ডেকে ছাগল বানায়; নিরুপম আজাদ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

প্রতিবেদক
নিরুপম আজাদ◾

যারা দিন আনে দিন খায় তাদের চিন্তা রাষ্ট্রকে করতে হয়। যে কর্মকর্তা, কর্মচারী রাষ্ট্রের সেবা প্রদান করে তাদের চিন্তা রাষ্ট্রকে করতে হয়।! রাষ্ট্র শুধু জনগণের জন্যই ভাবে, কোনো সরকারি দল বা ছাত্রবৃন্দ যদি ভাবে যে, তারা যা ভাবছে রাষ্ট্র তাই ভাবছে বা তাদের ভাবনাই রাষ্ট্রের ভাবনা তাহলে তারা ভুল করছে।

এই বিষয় থেকেই অংশগ্রহণমূলক/ প্রতিনিধিত্বমূলক সিস্টেম গড়ে ওঠে এবং তা এই পৃথিবীর এত দিনের ইতিহাসের সাথে ওতপ্রতভাবে জড়িত।

এই ইতিহাসকে মূল্যহীন করলে যুদ্ধের সূচনা হবে, মনের সাথে মনের, চিন্তার সাথে চিন্তার, দেহের সাথে দেহের, দলের সাথে দলের।

অফিস থেকে, বাসে ফেরবার পথে এক ভদ্রলোক বলছে আমি আমার একদিনের স্যালারি দিতে প্রস্তুত না বন্যার্তদের জন্য, কারন আমার পরিবার অভুক্ত! এবং এই সকল প্রতিষ্ঠান তাদের কর্মচারীদের মতামত পর্যন্ত নেয়নি।

অনেক সনাতন ধর্মাবলম্বী আজকে তাদের উৎসব পালন করতে পারে নি। রাষ্ট্রের নাগরিক হিসেবে তাদের যে অধিকার আমারও একই অধিকার। এক চুল এদিক ওদিক হবার অধিকার আইনগত ভাবে রাষ্ট্র কাউকেই দেয় নি।

কোনো প্রাণই মূল্যহীন নয়, ক্ষতির ভাগও আমাদের জেতার উৎসব ও আমাদের। একজনের উৎসব যাতে অন্যজনের মৃত্যুর কারন না হয়ে দাঁড়ায়, একজনের স্বাধীনতা আরেকজনের যাতে পরাধীনতা না হয়। একজনের রুটি-রুজি যাতে আরেকজনের অভাব নাহ হয়।

রাষ্ট্রযন্ত্রই যেখানে অকেজো, সেখানে অধিকার /দাবি প্রতিষ্ঠা/ পুন:প্রতিষ্ঠা করার কিছুই নাই! দেশে যা চলছে তা ক্ষমতা দখল, পুন:দখলের দৌড়। এই দৌড়ে প্রাণহানি আরো ব্যাপক হবার সম্ভাবনা আছে এবং থাকবেই। উপদেষ্টা মণ্ডলীর ঢালাঊ পরিবর্তন এনে গনতন্ত্র পুন:প্রতিষ্ঠার কাজে সকলকে কাজ করে যেতে হবে। নয়তো আবারো আগষ্ঠ ফিরে আসবে তবে তা অবশ্যই নির্দিষ্ট দলের ওপর নয়।

বর্তমান সময়ে ছাত্র/ছাত্রীরা সব থেকে ভালনারেবল পজিশন হোল্ড করতেছে।

নিরুপম আজাদ
২৬শে আগষ্ট, ২০২৪, চট্রগ্রাম

কে/সিআর/২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট