চুনারুঘাট প্রতিনিধি◾
এনজিও প্রতিষ্ঠান আর্থপিডিয়া গ্লোবাল, উপজেলা রোড, চুনারুঘাট ও ইভইভোলিউশন ৩৬০, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ, ইউআইইউ, শাহজাহানপুর রেলওয়ে স্কাউট গ্রুপ সহ বিভিন্ন সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায় বন্যা কবলিত ফেনী, কুমিল্লা ও আখাউড়ায় কাজ করে যাচ্ছে। শুখনো খাবারের পাশাপাশি ঔষধ, পানি, কাপড় এবং মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হচ্ছে।
সংশ্লিষ্টরা আমাদের পত্রিকা প্রতিনিধিকে জানান, মৌলভীবাজার ও হবিগঞ্জবাসীদের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। বন্যা কবলিতদের জন্য আমাদের সহযোগিতা কার্যক্রম চলমান থাকবে।
আগামীকাল কুমিল্লার জন্য প্রস্তুতি চলছে।
বন্যার্তদের সাহায্যার্থে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পাশে আছি আমরা। আপনিও আর্থিক সহায়তা প্রদান করতে নিচের যেকোনো মাধ্যম বেচে নিতে পারেন ⬇️
বিকাশ/নগদ : ০১৬১৫২৬২৩৬০ (পারসোনাল)
earthpediaglobal@gmail.com
কেসিআর২৪