1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :

রাজনীতির স্বস্তা মাঠে ক্রিকেটের বরপুত্র সাকিব বোল্ডআউট— কালনেত্র

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

 

প্রতিবেদক
লিপন রেজা, চুনারুঘাট◾

সাকিব আল হাসানকে জাতীয় ক্রিকেট দল থেকে অপসারণ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠান। মূলত হত্যা মামলার আসামী সাকিবকে ক্রিকেট থেকে বাদ দিয়ে তদন্তের স্বার্থে দেশে ফেরাতে এই নোটিশ।

অথচ সাকিব আল হাসান হতাশ জাতিকে আনন্দে ভাসিয়েছে বহুবার। গোটা দশেক বছর ধরে দেশের নামটাকে পৃথিবীময় ছড়িয়ে দিয়েছে নিরন্তর।

সাকিব একজন আত্নবিশ্বাসী মানুষ। আত্নবিশ্বাস নিয়ে যেমন ব্যাট-বল করে তেমনই জীবন নিয়েও চরম আত্নবিশ্বাসী ছিল। কিন্তু চরম আত্নবিশ্বাস তাকে তার পথচলার সঠিক রাস্তাটা দেখিয়ে দিতে পারেনি।

একজন ক্রিকেটার এত অর্থ-বৈভব, যশ-খ্যাতি থাকার পরেও কেন রাজনীতিতে এসেছিল তা বুঝে আসে না। ক্রিকেটাররা গোটা দেশের আবেগ, সে কোন নির্দিষ্ট দলের বা গোষ্ঠীর হতে পারে না। ক্যান যে সে এমন ভুল করতে গেলো! দু:খ হয় খুব, ব্যাট করতে গিয়ে বাঘা বাঘা বোলার সে সামলিয়েছে কিন্তু জীবন চালাতে গিয়ে সামান্য ক্ষমতার লোভ সে সামলাতে পারে নি। খুব করে চাইব সাকিবের জীবন থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কোন চলমান ক্রিকেটার যেন আর রাজনীতির মাঠে না আসে।

সাকিবের ক্যারিয়ার হয়তো আল্টিমেটলি শেষ। তবে এই সাকিব©75 এর জন্য আজীবন মনে অব্যক্ত কষ্ট থেকে যাবে।এখনও দেশকে দেয়ার মতো সাকিবের ব্যাট-বল অনেকটাই শানিত আছে।

একজন জীবন্ত কিংবদন্তির এমন বিদায় মেনে নেয়া আসলেই কঠিন।

মিস ইউ মিষ্টার ©75

কে/সিআর/২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট