নাজমুল রনি, চট্রগামঃ মেট্রোরেলের ক্ষয়ক্ষতির হিসাব নিয়ে হাসিনা ও কাদেরের অসত্য দাবি দেশের মানুষের সামনে আরেকটি নজিরবিহীন মিথ্যাচার। স্বাধীন পরিচালকরা বলছেন ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকার বেশি না, চোর হাসিনা বলেছিলো প্রায় সাড়ে তিনশো কোটি! আর মেট্রোরেল চালু হওয়ার সময় নিয়ে তাদের ভুল ভবিষ্যদ্বাণী যেন কৌতুকের চেয়েও হাস্যকর।
স্বাধীন কর্তৃপক্ষ বলছেন আগামী শনিবারই চালু করা সম্ভব, আর তারা বলেছিলো এক বছরেও না!
#প্রতিবাদ #মিথ্যাচার #স্বাধীন_পরিচালক #মেট্রোরেল
কে/সিআর/২৪