প্রেস বিজ্ঞপ্তি◾ মোঃ তারেক মিয়া তালুকদার সুজনকে দৈনিক কালনেত্রের আরব আমিরাত প্রতিনিধি হিসেবে নিন্ম লিখিত শর্তে নিয়োগ প্রদান করা হইলো-
১. কোন অবস্থাতেই কপি নিউজ করা যাবে না।
২. মাসে অন্তত দুটি জনদূভোর্গের ভিডিও বার্তা পাঠাতে হবে।
৩. রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা বিরোধি নিউজ করা যাবে না।
৪. সাংবাদিক পরিচয়ে হুমকি ধামকি দিয়ে ঘুষ গ্রহন ও চাদাবাজি করা যাবে না।
দৈনিক কালনেত্রের সার্কোলেশন বিভাগ কর্তৃক উক্ত পদে মোঃ তারেক মিয়া তালুকদার সুজনকে নিয়োগ প্রদান করা হইলো। মোঃ তারেক মিয়া তালুকদার (সুজন) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের দ্বি মাগুর উন্ডা গ্রামের মৃত মোঃ আব্দুল মালেক তালুকদার ও মোছাঃ রেহেনা বেগমের পুত্র।
তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত আছেন। মোঃ তারেক মিয়া তালুকদার সুজন ১লা আগষ্ট ২০২৪ হইতে ২০২৬ সালের ১লা আগষ্ট পর্যন্ত উক্ত প্রতিনিধি পদে বহাল থাকবেন!
সংবাদ সংগ্রহের সময় প্রশাসনের সকল দপ্তরকে তথ্য প্রদান করার জন্য মোঃ তারেক মিয়া তালুকদার সুজনকে অনুরোধ করা হইলো।
সম্পাদক
দৈনিক কালনেত্র
www.kaalnetro.com
dailykalnetro@gmail.com
hotline: 01334 577318
কে/সিআর/নিয়োগ/২৪