1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিংহ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার দুর্ভোগে শিক্ষার্থী ও বুল্লাবাসী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় রসিকের সাবেক কাউন্সিলর গ্রেফতার টানা বৃষ্টিতে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বাজারে সবজিসহ পেঁয়াজ মুরগি ও ডিমের দাম বেড়েছে হবিগঞ্জে বিদ্যুৎ বিভ্রাটের স্থায়ী সমাধান কোথায়? ইসলামে জুমার দিনের বিশেষ মর্যাদা— বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, মহিলা মেম্বারসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হবিগঞ্জে “বিদ্যালয় নাট্য দল (BNAD)” এর ওরিয়েন্টেশন মিটিং অনুষ্ঠিত মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই ব্যক্তি আটক

যৌনকর্মী থেকে বলিউডের বিখ্যাত চিত্রনাট্যকার— কালনেত্র

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

কালনেত্র প্রতিবেদকঃ পৃথিবীর অন্যতম বৃহৎ ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডের অন্দরে লুকিয়ে আছে না জানা অনেক কথা। খুবই অদ্ভুত এই বলিউডি ফিল্মি দুনিয়া। হাজার হাজার মানুষ এখানে কাজ করেন। এক একজনের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে একেক রকমের গল্প। পুরনো অতীত ছেড়ে বলিউডে এসে আজ তারা সুপ্রতিষ্ঠিত। কেউ চিত্রনাট্য, কেউ পরিচালনায়, কেউ বা আবার অভিনয়ে খ্যাতি পেয়েছেন। তেমনই একজন হলেন সাগুফতা রফিক। বলিউডের অন্যতম জনপ্রিয় চিত্রনাট্যকার। মাত্র ১১ বছর বয়সে সাগুফতা পা রাখেন চলচ্চিত্র জগতে। একটি ছোট চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। এরপর তাকে একটি প্রাইভেট পার্টিতে নাচের জন্য অনুরোধ জানানো হয়। তখন তার বয়স ১২ বছর। সেখান থেকেই বলিউডের সঙ্গে যুক্ত এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়।

এর পর পরই পাল্টে যায় সাগুফতার জীবন। তার বয়স যখন মাত্র ১৭ বছর, তখন বলিউডের সঙ্গে যুক্ত সেই ব্যক্তি তাকে দেহ ব্যবসায় নামতে বাধ্য করেছিলেন। এরপর দীর্ঘ ১০ বছর তিনি যৌনকর্মী হিসেবে কাজ করেন। শুধু এটুকুই নয়, তার জীবনে রয়েছে আরও এক দুঃখের কাহিনি। সাগুফতা জানতেন না তার জন্মদাত্রী মা কে। যদিও তার ছোটবেলা কেটেছিল আনওয়ারি বেগম নামে এক অভিনেত্রীর উপর নির্ভরশীল থেকে। আনওয়ারি তাকে যেমন যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে মানুষ করেছিলেন, একসময় তা কেড়েও নেন। বলেন, এবার সাগুফতাকে নিজের মতো চালিয়ে নিতে হবে। তখন থেকে আবার নাচের অভ্যাস শুরু করেন। বিভিন্ন বারে নাচের পাশাপাশি যৌনকর্মীর পেশাতেও কাজ শুরু করেন তিনি।

দীর্ঘদিন এভাবে চলতে চলতে ১০ বছর পর সাগুফতাকে যৌনপেশা থেকে বের করে আনেন বলিউডি বিখ্যাত পরিচালক ও প্রযোজক তথা অভিনেত্রী পূজা ভাট ও আলিয়া ভাটের বাবা মহেশ ভাট। এরপর সাগুফতা যোগ দেন মহেশ ভাটের প্রযোজনা সংস্থায়। তার নিজের জীবনে ঘটে চলা ঘটনা নিয়েই লিখলেন প্রথম চিত্রনাট্য।এরপর ১১টি ছবির চিত্রনাট্য লেখেন সাগুফতা। সেই তালিকায় আছে জান্নাত টু, রাজ থ্রি, আশিকি টু, সড়ক টু প্রভৃতি। সবগুলোই মহেশ ভাটের পরিচালিত ও প্রযোজিত ছবি। এছাড়া একটি তেলেগু ছবির চিত্রনাট্যও লেখেন তিনি। পাশাপাশি একাধিক টিভি সিরিয়ালের চিত্রনাট্যও লিখেছেন সাগুফতা।

নিষিদ্ধ পল্লী থেকে উঠে আসা সংগ্রামী এই নারী একটি ছবি পরিচালনাও করেছেন। তবে সেটি বলিউডের নয়, টলিউডের। গত বছর মুক্তিপ্রাপ্ত মিমি চক্রবর্তী ও যশ অভিনীত ‘মন জানে না’ ছবিটির পরিচালক তিনি।

আজ ৫৭ বছর বয়সে এসে সাগুফতা প্রতিষ্ঠিত। তাকে এক নামে চেনে বিশ্বের সবাই।

কে সিআর/২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট