প্রেস বিজ্ঞপ্তি▪️ সৌদি আরব প্রবাসী, সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব গোলাম মস্তোফা কুটি কালনেত্র পরিবারের অভিবাবক হিসাবে যুক্ত হওয়ায় অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি।
জনাব গোলাম মস্তোফা কুটি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের শুকদেবপুর মহাজন বাড়ির মরহুম আঃ রশিদ সাহেবের সর্বকনিষ্ট পুত্র। এবং একজন সফল প্রবাসী ও সমাজসেবক। এলাকার নানাবিধ উন্নয়ন কর্মকান্ডে তার সক্রিয় অংশগ্রহনে সাধারণ মানুষেরা উপকৃত হয়ে থাকেন। গ্রামের মসজিদ, মক্তব্য ও ওয়াজ মাহফিলসহ অসংখ্য সেবামুলক কাজে তার অবদান প্রশংসনীয়।
এছাড়াও স্থানীয় লোকেদের জন্য কর্মস্থান তৈরিতেও তার ভূমিকা অপরিসীম। তিনি সমাজ ও মানুষের উন্নয়নে সূদূর প্রসারী চিন্তা চেতনায় উজ্জীবিত থাকেন সবসময়। আমাদের কালনেত্র পরিবার তার মতো সৃজনশীল ব্যক্তিকে অভিবাবক হিসাবে পেয়ে অত্যান্ত আশাবাদী যে, দেশ ও জনস্বার্থে আমাদের সংবাদপত্রের কার্যক্রম আরও বৃহৎ পরিসরে এগিয়ে যাবে। ইনশাল্লাহ্
তার জন্য আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা।
নিয়োগ/কে-সিআর/২৪