চুনারুঘাট প্রতিনিধি▪️ সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণের মধ্য দিয়ে চুনারুঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের যাত্রা শুরু।
গতকাল সোমবার ২৪ জুন এই শপথ পাঠ কার্যক্রম শুরু হয়। শপথ গ্রহন করেন নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদ্বয়গণ।
শপথ গ্রহন শেষে চুনারুঘাট ফিরে আলোচিত মহিলা ভাউস চেয়ারম্যান খাইরুন আক্তার উপজেলাবাসীর উদ্দ্যেশে এক শুভেচ্ছা সভায় বলেন- নির্বাচনের সময় যেভাবে আমার পাশে আপনারা সবাইকে পেয়েছি এই পাচঁ বছরও আমার পাশে আপনারা সবাইকে পাওয়ার আশা করছি।
আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব, শিক্ষক, সহপাঠী, আমার প্রিয় চা শ্রমিক ভাই বোন, পরিচিত অপরিচিত সবাই আমাকে যে ভালোবাসা দিয়েছেন এই বিশাল অর্জনের পেছনে ‘কলস মার্কার জন্য নিঃস্বার্থ ও অক্লান্তভাবে খেটে যাওয়া প্রত্যেক ব্যক্তিবর্গের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপনাদের ভালোসায় আমাকে রাখবেন, আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি। সেবা ও দায়িত্ব পালন যেন সঠিকভাবে করতে পারি।
দোয়া ও সহযোগীতা প্রত্যাশা ব্যক্ত করে শুভেচ্ছা সভা শেষ করেই প্রথম কাজ হিসাবে চুনারুঘাট সদর হাসপাতালে ভর্তিকৃত সকল রোগিদের সাথে সৌজন্য স্বাক্ষাতের মধ্য দিয়ে কাজ শুরু করেন রেকর্ড পরিমান ভোটে জয়ী চা কন্যা খাইরুন।
কে সিআর/২৪