প্রেস বিজ্ঞপ্তি◾ চুনারুঘাটের সম্ভ্রান্ত ও রাজনৈতিক পরিবারের সন্তান আয়ারল্যান্ড প্রবাসী মেধাবী তরুণ জনাব সুমন ফরাজী উপজেলার দেওরগাছ গ্রামের প্রয়াত ছুরুত আলী চেয়াম্যান সাহেবের সুযোগ্য সন্তান এবং ৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব মুহিতুর রহমান রুমন ফরাজী সাহেবের ছোট ভাই। এখন থেকে পত্রিকার পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করবেন তিনি।
দৈনিক কালনেত্র দেশ ও জনস্বার্থে একটি মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক। কালনেত্র সর্বপ্রকার তাবেদারী মুক্ত সংবাদ প্রকাশ করে। সম্প্রীতি, সমৃদ্ধি ও ঐতিহ্যের অঙ্গিকার নিয়ে যার যাত্রা।
দেশের খবররা খবর নাগরিকদের জানানোর মাধ্যমে সংবাদপত্র প্রতিদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভূমিকা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই কালনেত্রের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।
দেশব্যাপি কালনেত্রের সাফল্য ও নিরাপত্তা বিধানে অঙ্গিকারবদ্ধ।
কে-সিআর/২৪