কালনেত্রে পত্রিকার প্রকাশকের দায়িত্বে এখন মোহাম্মদ শাহিন
প্রেস বিজ্ঞপ্তি ◾ সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ও ইনভেস্টর জনাব মোহাম্মদ শাহিন চলতি মাস থেকে দৈনিক কালনেত্র পত্রিকার প্রকাশনা বিভাগের সকল দায়িত্ব পালন করবেন।
মোহাম্মদ শাহীন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের মোঃ সুরুজ আলী ও আনোয়ারা বেগমের পুত্র। বর্তমানে তিনি আরব আমিরাতে বসবাস করছেন। এবং এইচ এন্ড এম ট্টান্সপোর্ট কোম্পানির ইন্সটাক্টর হিসাবে কর্মরত আছেন।
সংসার জীবনে তিনি বিবাহিত ও মুসলিম।
কালনেত্র™