
মো: নাফিজ মাহমুদ হাওলাদার: কারিগরি শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটিতে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মোঃ মেহেদী হাসান – ভাইস প্রেসিডেন্ট এবং আশরাফুল ইসলাম সিয়াম – আ্যস অর্গানাইজেশন সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন।
আজ ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন নির্বাচিত কমিটির দুইজন সদস্য শিক্ষার্থীদের সাথে পরিচিত হন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সভায় মোঃ মেহেদী হাসান বলেন, “কারিগরি শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি আমাদের প্রধান লক্ষ্য। আমরা কেন্দ্রীয় পর্যায়ে শিক্ষার্থীর কল্যাণে সকলের সঙ্গে সমন্বয় করে কাজ করব।”
অপরদিকে, আশরাফুল ইসলাম সিয়াম বলেন, “আমরা কমিটি হিসেবে শিক্ষার্থীদের সমস্যার দ্রুত সমাধান এবং কার্যকর উদ্যোগ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।”
কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ-এর পক্ষ থেকে বলা হয়েছে, “শিক্ষার্থীর কল্যাণই আমাদের মূল অগ্রাধিকার।”
“নতুন প্রজন্মের কারিগরি শিক্ষার মান উন্নয়ন আমাদের লক্ষ্য।”
দ.ক.সিআর.২৫