➖
কালনেত্র ডেস্ক
আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য মজুরির দাবিতে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি।
আজ (১ মে) বৃহস্পতিবার বিশ্বব্যাপী পালিত হচ্ছে মহান মে দিবস, যা শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাস গড়া একটি দিন। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’—যা দেশের উন্নয়নে শ্রমিক ও মালিকের সম্মিলিত অংশগ্রহণের প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে।
মে দিবসের ঐতিহাসিক সূত্রপাত ১৮৮৬ সালের ১ মে, যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট চত্বরে। দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে শ্রমিকদের সেই আন্দোলনে পুলিশের গুলিতে প্রায় অর্ধশত শ্রমিক হতাহত হন। তাদের এই আত্মত্যাগের স্মরণেই ১৮৮৯ সালের ১৪ জুলাই, ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে-কে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে এ দিনটি সরকারিভাবে ছুটি ঘোষণা করে পালিত হচ্ছে। বিভিন্ন দেশে বিভিন্ন আয়োজনে দিনটি স্মরণ করা হচ্ছে, তবে মূল প্রতিপাদ্য সর্বত্র এক—শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা।
দ.ক.সিআর.২৫