1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

হবিগঞ্জস্থ চুনারুঘাট যুব এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার
হবিগঞ্জস্থ চুনারুঘাট যুব এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শহরের লাখাই রোডস্থ গ্রীন ভিলেজ রেস্টুরেন্টে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. গাজীউর রহমান রাসেল, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামসুল হক তালুকদার জুয়েল। ইফতার পূর্ব আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের নির্বাহী তত্ত্বাবধায়ক, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহেদুল ইসলাম। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তরফদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ইলিয়াছ বখত চৌধুরী জালাল, উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, শিক্ষাবিদ ও বহুমাত্রিক লেখক ড. সুভাস চন্দ্র দেব, জেলা সমাজসেবা সহকারী পরিচালক জালাল আহমেদ, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মনসুর আহমেদ, রোটারিয়ান সৈয়দ নজরুল হাসান, বিশিষ্ট ঠিকাদার আব্দুল কদ্দুস, চুনারুঘাট সমিতির সদস্য সচিব মাসুক চৌধুরী, প্রধান ডাকঘরের সিনিয়র অফিসার এস এম মিজান, ব্যাংকার নজরুল ইসলাম, বিকেজিসি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজির আহমেদ, শচীন্দ্র ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ শাহ আলম, শেকড় সামাজিক সংগঠনের সভাপতি স্বপন তরফদার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদ, জানে আলম, জাকির হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা চুনারুঘাট যুব এসোসিয়েশনের শিক্ষাবিষয়ক, স্বাস্থ্যসেবামূলক ও ঐতিহ্য সংরক্ষণমূলক কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
সংগঠনের নেতৃবৃন্দ ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট