1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ :
সৌদির সঙ্গে বাংলাদেশের প্রথম প্রবাসী শ্রমিক চুক্তি শিগগিরই: আসিফ নজরুল কমলগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত হবিগঞ্জে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা আগামীকাল: এনসিপি আমি ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত- সৈয়দ ফয়সল চুনারুঘাটে সাতছড়ি সড়কে গাছ ফেলে ডাকাতি ১ আগস্ট “বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস ২০২৫” পালিত লন্ডনে সাধারণ যাত্রীর মতো লোকাল বাসের অপেক্ষায় তারেক রহমান সাদ্দাম বাজারে ভাঙা কালভার্ট দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল

চুনারুঘাটে খোয়াই নদীতে ময়লা ফেলা নিষেধাজ্ঞায় জনমনে স্বস্তি 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট 
হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের প্রবাহিত খোয়াই নদী এলাকায় ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করা হয়েছে।
 চরম দুর্গন্ধ, ভোগান্তি থেকে মুক্তি ও স্বস্তি পেয়েছে নগরবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ রবিন মিয়ার  হস্তক্ষেপে এই ময়লা-আবর্জনা ফেলা অবসান ঘটে। পৌর শহরের নিত্যদিনের যানজট যুক্ত লোহার ব্রিজের পাশে ময়লা ফেলা বন্ধ করায় স্বস্তি পেয়েছেন পথচারীগণ।
দীর্ঘদিন এ এলাকায় যত্রতত্রভাবে ময়লা-আবর্জনা ফেলে আসছিল পৌর কর্তৃপক্ষ। এনিয়ে সতেচন নাগারিক মহল, সুধীজন, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলো ওই স্থানে ময়লা ফেলা বন্ধে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়ে আসছিল। পরে  টনক নড়ে কর্তৃপক্ষের।
ময়লা-আবর্জনা ফেলা বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করে কলেজ ও স্কুল শিক্ষার্থী সুমাইয়া খাতুন, শিউলী আক্তার, জাকির হোসেন ও আবির হোসেনসহ আরও অনেকেই বলেন, ময়লা-আবর্জনা ফেলার এ জায়গাটি ছিল চুনারুঘাট পৌরসভার প্রবেশ পথ। এখানে ময়লার দুর্গন্ধে নাক-মুখ ঢেকেও চলাচল করা যেত না। অবশেষে কয়েক সপ্তাহ ধরে ময়লা ফেলা বন্ধ হওয়ায় আগের মতো আর দুর্গন্ধ ছড়াচ্ছে না। ফলে আমরা স্বস্তিতে যাতায়াত করতে পারছি।
স্থানীয় সেচ্ছাসেবী সামাজিক সংগঠক ও পদক্ষেপ গণ পাঠাগারের সাধারণ সম্পাদক এস এম মিজান  বলেন, পৌর শহরের যে জায়গাটিতে দীর্ঘদিন ময়লা-আবর্জনা ফেলা হতো সেটি পৌর শহরের প্রবেশমুখ ও প্রবাহিত ঐতিহ্যবাহী খোয়াই নদী। ময়লা ফেলায় দুর্গন্ধে এ সড়ক দিয়ে চলাচল করাই যেত না। উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসকের হস্তক্ষেপে কয়েক সপ্তাহ ধরে ময়লা ফেলা বন্ধ হওয়ায় দুর্গন্ধ নেই। ময়লা ফেলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ।
এ বিষয়ে নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া  জানান,চুনারুঘাট পৌরসভার প্রবেশ পথে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। তারই পরিপ্রেক্ষিতে প্রশাসকের দায়িত্বশীল হিসেবে  আলোচনা করে কয়েক সপ্তাহ আগে ওই স্থানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে যৌথভাবে নিষেধ করে সাইনবোর্ড লাগানো হয়েছে। অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পৌর শহরের যানজট নিরসনের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট