➖
হাফিজুর রহমান, রাজারহাট
প্রতিনিধি◾
আজ রোজ বুধবার ৮ জানুয়ারি বিকেল ৫ ঘটিকায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বোতলার পাড়ের বাসিন্দা জাফর আলীর ছেলে মোঃ রাজু মিয়া (২০)’র পরিবারের হাতে পথের আলো সামাজিক সংগঠন কর্তৃক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
রাজু মিয়া ২ মাস যাবৎ কারেন্ট শকে পায়ের হাড়গুলো ক্ষয়ে যাওয়ার ফলে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন।
পথের আলো’র পক্ষ থেকে উক্ত সংগঠনের সভাপতি মোঃ হাফিজুর রহমান তার চিকিৎসার জন্য ৬৫০০ টাকা রাজুর পরিবারের হাতে তুলে দিয়েছেন।
এমন মহৎ কাজে আপনিও সহযোগীতা করতে চাইলে করতে চাইলে নিম্নের ঠিকানায় সাহায্য পাঠাতে পারেন।
মোঃ মজনু সরকার, কোষাধ্যক্ষ, পথের আলো, রাজারহাট, কুড়িগ্রাম।
01715-829081 (বিকাশ, নগদ, রকেট)
আর্থ-মানবতার সেবায় নিয়োজিত পথের আলো, রাজারহাট এর পাশে দাঁড়াতে সংগঠনটির সভাপতি/সাধারণ সম্পাদক সকলের প্রতি আহবান জানিয়েছেন।
দ.ক.সিআর.২৫