হবিগঞ্জ প্রতিনিধি◾
বেশ কিছুদিন হলো দেশের বাজারে সবজির দাম চড়া। বাজারে বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহের চেয়ে ১০-২০ টাকা বেশি। কিছু সবজির দাম আবার কেজিপ্রতি শতকও ছাড়িয়েছে। তবে এই দাম নির্ধারণকরণে নেই কোনো বাজার মনিটরিং টিম।
মঙ্গলবার (১৫ অক্টোবর ) হবিগঞ্জের বাজারগুলো ঘুরে দেখা গেছে, উচ্চমূল্যে বিক্রি হচ্ছে শাক-সবজি, চাল, ডাল ও মাছ মাংস।
বাজারে জিনিসপত্রের দাম সম্পর্কে জানতে চাইলে ক্রেতারা জানান, ভেবেছিলাম সরকার পরিবর্তনের পর বাজারে কোনো সিন্ডিকেট থাকবে না। দামও কমবে। কিন্তু দাম তো কমছেই না, সরকারের এ নিয়ে কোন উদ্যোগও দেখছি না। এভাবে মানুষ চলতে পারে না। ছোট চাকরি করি। জিনিসপত্রের দাম বাড়লেও আমাদের আয়তো বাড়েনি। ১টা ডিমের দাম ১৫টাকা, ১কেজি চালের দাম ৭০টাকা, ১কেজি কাঁচা মরিচের দাম ৪০০ টাকা। বাজারে সবকিছুর দাম আকাশ ছোয়া। কোনোভাবেই নির্দিষ্ট আয়ে জীবনযাপন সম্ভব হচ্ছে না।
এছাড়াও সদর বাজারের একাধিক ক্রেতা বলেন, বাজার সিন্ডিকেটের কারণে আমরা অসহায় হয়ে পড়েছি। দোকানদাররা তাদের ইচ্ছে মতো পণ্যের দাম বাড়িয়ে অতি মুনাফা করছে। এই সব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারের মনিটরিং জোরদার করতে হবে। বাজার নিয়ন্ত্রণ করা না গেলে অন্তর্বর্তী সরকারের সব সফলতা বিফলে যাবে বলে তারা মনে করেন।
বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় কারণে তরকারির দাম বেড়েছে। তাই তাদেরও বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
দ.ক.নিত্যপণ্য