1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

আমিরাতে সুনাম কুড়াচ্ছে ‘বাংলাদেশি মার্কেট’

ছালাহউদ্দিন আহমেদ, আরব আমিরাত
  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

বিদেশের মাটিতে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় পাইকারি বাজার আরব আমিরাত। বিশেষ করে দেশটির আজমান প্রদেশের নয়া সানাইয়ায় বাংলাদেশি (বাঙালি মার্কেট) মার্কেটের ব্যবসায়ীরা এর বড় একটি অংশের যোগান দিয়ে থাকেন এ মার্কেট থেকে। বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতারা এ মার্কেটে কিনতে আসেন বলেই বাংলাদেশের তৈরি পোশাকের আন্তর্জাতিক বাজার চাহিদা ঘিরে মূল মার্কেটসহ এর আশপাশে গড়ে উঠেছে ৬ শতাধিক বাংলাদেশি পোশাকের দোকান। বাংলাদেশের তৈরি পোশাকের অপূর্ব ভা-ার হিসেবে পরিচিত এ মার্কেটটির সুনাম-সুখ্যাতি রয়েছে আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে। এ মার্কেটে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি ইরান, ইরাক, সউদী আরব, ওমান, কাতার, কুয়েত, জর্ডান, বাহরাইন, আফ্রিকা ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা বাংলাদেশের তৈরি পোশাক কিনতে আসেন এখানে।

 

বিশ্বজুড়ে সুনাম অর্জনের কারণ হিসেবে এ মার্কেটের ব্যবসায়ীরা ইনকিলাবকে জানান, আন্তর্জাতিক বাজার মানসম্মত বাংলাদেশের তৈরি নিপুণ-কর্মশৈলী ও রুচিশীল পোশাকের প্রচুর চাহিদা থাকায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা দেশ থেকে ব্যাপকভাবে পোশাক আমদানি করে থাকেন এ মার্কেটে। শুধুমাত্র এ মার্কেট থেকেই প্রতি মাসে কোটি কোটি টাকার রেমিট্যান্স যায় বাংলাদেশে। যা দেশের অর্থনীতিতে বড় একটি যোগান দিয়ে থাকেন এখানকার পোশাক ব্যবসায়ীরা।

 

তবে বর্তমান বাজার পরিস্থিতির কথা উল্লেখ করে তারা জানান, আগে এ মার্কেটটিতে সপ্তাহে বাংলাদেশ থেকে আসা কমপক্ষে ২০/২৫টি পোশাক ভর্তি কন্টেইনার খালাস করা হতো। পাইকারি এ মার্কেটটিতে প্রতিদিন বিক্রি করা হতো লাখ লাখ দিরহামের দেশীয় পোশাক। এখন আগের তুলনায় বেচা-বিক্রি অনেকটাই কম। কারণ হিসেবে তারা জানান, পোশাক ভর্তি কনটেইনার দেরিতে আসা, আবার অনেক সময় বাংলাদেশ থেকে পোশাক ভর্তি কন্টেইনার আসার আগেই ওই পোশাকের স্যাম্পল দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে আগাম অর্ডার নিয়ে সময়মতো ডেলিভারি দিতে না পারা, অর্ডার ক্যানসেল হয়ে যাওয়া, দেশ থেকে আনা পোশাকের উচ্চ মূল্যে বাজার চাহিদা ঠিক রাখতে গিয়ে লোকশান দেয়া, দেশের নৌবন্দরে নানা রকম সমস্যায় শিপমেন্ট দেরিতে হওয়া, পরিবহন ভাড়া ও শুল্ক বেশিসহ বিভিন্ন কারণে পোশাকের বাজার ব্যাপকভাবে সম্প্রসারণ করা যাচ্ছেনা বা বাজার ধরে রাখা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

 

ব্যবসায়ীরা বলেছেন, পোশাকের মূল্য, পরিবহন ভাড়া ও শুল্ক কমানোর পাশাপাশি পোশাক ভর্তি জাহাজ যদি বাংলাদেশ থেকে সরাসরি আমিরাতে আসার ব্যবস্থা করা যায়, তাতে সর্বোচ্চ ১৫ থেকে ২০/২২ দিনের মধ্যেই আমিরাতে পৌঁছানো সম্ভব।

 

তাই আমিরাতে পৌঁছানো পর্যন্ত সময়ের দূরত্ব কমিয়ে এনে পর্যাপ্ত পরিমাণে পোশাক বাজারজাত করার সুযোগ তৈরি করা গেলে বিশ্বজুড়ে আরো ব্যাপকভাবে সম্প্রসারণ করার পাশাপাশি সুনাম বাড়বে বাংলাদেশের তৈরি পোশাকের। অপরদিকে প্রচুর বৈদেশিক মুদ্রায় লাভবান হবে বাংলাদেশ।

দ.ক.প্রবাস

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট