
মীর মো: সাজন, হবিগঞ্জ : পইলের মাছের মেলা হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে পৌষ সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত একটি ঐতিহ্যবাহী মেলা, যা প্রায় ২০০ বছরের পুরোনো এবং দেশের অন্যতম বিখ্যাত মাছের মেলা হিসেবে পরিচিত।
এখানে হাওর এলাকার দেশি বোয়াল, আইড়, চিতল, গজার, পাবদা, রুই, কাতলসহ নানা প্রজাতির বড় মাছ পাওয়া যায়, যা মেলাকে উৎসবে রূপ দেয় এবং হাজার হাজার মানুষ দেখতে ও কিনতে আসেন।
দ.ক.সিআর.২৫