
চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি এলাকায় রাম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রামের পিতার নাম চন্দন রাম।
নিহতের ভগ্নিপতি মেঘনাদ জানান, গতকাল বুধবার থেকে রামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরে বৃহস্পতিবার সকালে চাকলাপুঞ্জি এলাকার একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রামকে ঝুলন্ত দেখতে পান স্থানীয়রা। বিষয়টি তাৎক্ষণিকভাবে চুনারুঘাট থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, চাকলাপুঞ্জি এলাকা থেকে রাম নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
দ.ক.সিআর.২৫